বিতার্কিক ও প্রতিপক্ষ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
প্রত্যেক বিতার্কিক তার নিজস্ব স্টাইলে
বিতর্ক করে থাকেন।প্রতিপক্ষ দলের বক্তারা কে কেমন বলে,তার ধারণা থাকলে বিতর্ক অনেক সহজ করা যায়।
প্রতিযোগিতায় ভালো করার জন্য ও নিজের অবস্থান বিবেচনার জন্য বিতার্কিকদের প্রকার সম্পর্কে জানা প্রয়োজন। একটি প্রতিযোগিতায় সাধারণত চার ধরনের বিতার্কিক দেখা যায়:
১. Spreader : কিছু বিতার্কিক অাছেন যারা অনেক বেশি দ্রুত বিতর্ক করেন, এরা এ শ্রেণির অন্তর্ভুক্ত।এ শ্রেণির বিতার্কিকরা বিতর্কের সময় অনেকগুলো সম্ভাব্য বিষয় নিয়ে কথা বলেন এবং দ্রুত এগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো অপশন বেছে নিজের অবস্থান পরিষ্কার করেন।
২. Pursuer : এ ধরনের বিতার্কিকরা একটা শক্ত ও ভালো ইস্যু নিয়ে কথা বলেন,যেটার সম্পর্কে খুবই স্পষ্ট ধারণা আছে ৷ একটা বিষয়কে বিশ্লেষণের মাধ্যমেই পুরো কেইস তুলে ধরেন ৷
এ শ্রেণির বিতার্কিকরা অনেক সময় ভবিষ্যদ্বাণী করে থাকেন। যেমন-'অাপনারা হয়তো এই ব্যাপারে বলে যেতে পারেন’, 'আজকের বিতর্কে এই ইস্যুটি কেন আলোচনার বাইরে থাকবে’।
৩. Entrapper : এ শ্রেণির বিতার্কিকরা সবচেয়ে কৌশলী বিতার্কিক। এরা বিপক্ষ দলের জন্য এমনভাবে স্ট্র্যাটেজি বা কেইস সাজান যেন বিপক্ষ দল সহজেই ভুল করে ৷ যেমন-এরা সাধারণত একটি যুক্তিকে এমনভাবে উপস্থাপন করেন যেটার পাল্টা যুক্তি থাকে।সেই পাল্টা যুক্তির যুক্তিখণ্ডন এরা আগে থেকেই তৈরি করে রাখেন। এ ধরনের বিতার্কিকদের সাবধানে মোকাবিলা করতে হবে।
৪. Presenter : শক্তিশালী ভাষা ও শব্দ দ্বারা নান্দনিক বিতর্কে এরা পারদর্শী ৷ সুন্দর উপস্থাপনা ও শুদ্ধ উচ্চারণ এ শ্রেণির বিতার্কিকের মূল শক্তি। একটি সহজ কেইসকে সাবলীল উপস্থাপনায় পারদর্শী এ শ্রেণির বিতার্কিক।
একজন ভালো বিতার্কিক সব দক্ষতাকেই সমানভাবে ব্যবহারের চেষ্টা করেন ৷
-মোহাম্মদ হারুন অর রশীদ-এর
বিতর্ক প্রতিযোগিতা (সংসদীয় বিতর্ক)
বই অবলম্বনে।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
প্রত্যেক বিতার্কিক তার নিজস্ব স্টাইলে
বিতর্ক করে থাকেন।প্রতিপক্ষ দলের বক্তারা কে কেমন বলে,তার ধারণা থাকলে বিতর্ক অনেক সহজ করা যায়।
প্রতিযোগিতায় ভালো করার জন্য ও নিজের অবস্থান বিবেচনার জন্য বিতার্কিকদের প্রকার সম্পর্কে জানা প্রয়োজন। একটি প্রতিযোগিতায় সাধারণত চার ধরনের বিতার্কিক দেখা যায়:
১. Spreader : কিছু বিতার্কিক অাছেন যারা অনেক বেশি দ্রুত বিতর্ক করেন, এরা এ শ্রেণির অন্তর্ভুক্ত।এ শ্রেণির বিতার্কিকরা বিতর্কের সময় অনেকগুলো সম্ভাব্য বিষয় নিয়ে কথা বলেন এবং দ্রুত এগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো অপশন বেছে নিজের অবস্থান পরিষ্কার করেন।
২. Pursuer : এ ধরনের বিতার্কিকরা একটা শক্ত ও ভালো ইস্যু নিয়ে কথা বলেন,যেটার সম্পর্কে খুবই স্পষ্ট ধারণা আছে ৷ একটা বিষয়কে বিশ্লেষণের মাধ্যমেই পুরো কেইস তুলে ধরেন ৷
এ শ্রেণির বিতার্কিকরা অনেক সময় ভবিষ্যদ্বাণী করে থাকেন। যেমন-'অাপনারা হয়তো এই ব্যাপারে বলে যেতে পারেন’, 'আজকের বিতর্কে এই ইস্যুটি কেন আলোচনার বাইরে থাকবে’।
৩. Entrapper : এ শ্রেণির বিতার্কিকরা সবচেয়ে কৌশলী বিতার্কিক। এরা বিপক্ষ দলের জন্য এমনভাবে স্ট্র্যাটেজি বা কেইস সাজান যেন বিপক্ষ দল সহজেই ভুল করে ৷ যেমন-এরা সাধারণত একটি যুক্তিকে এমনভাবে উপস্থাপন করেন যেটার পাল্টা যুক্তি থাকে।সেই পাল্টা যুক্তির যুক্তিখণ্ডন এরা আগে থেকেই তৈরি করে রাখেন। এ ধরনের বিতার্কিকদের সাবধানে মোকাবিলা করতে হবে।
৪. Presenter : শক্তিশালী ভাষা ও শব্দ দ্বারা নান্দনিক বিতর্কে এরা পারদর্শী ৷ সুন্দর উপস্থাপনা ও শুদ্ধ উচ্চারণ এ শ্রেণির বিতার্কিকের মূল শক্তি। একটি সহজ কেইসকে সাবলীল উপস্থাপনায় পারদর্শী এ শ্রেণির বিতার্কিক।
একজন ভালো বিতার্কিক সব দক্ষতাকেই সমানভাবে ব্যবহারের চেষ্টা করেন ৷
-মোহাম্মদ হারুন অর রশীদ-এর
বিতর্ক প্রতিযোগিতা (সংসদীয় বিতর্ক)
বই অবলম্বনে।