বিতর্ক চর্চাকে বেগবান করার জন্য,বিতর্ক অান্দোলনকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য অামার এ ক্ষুদ্র প্রয়াস। নতুন ও পুরাতন বিতার্কিক বন্ধুদের জন্য নতুন নতুন তথ্য থাকবে এতে।
বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
শনিবার, ১ জানুয়ারী, ২০২২
এনডিএফ বিডি রংপুর জেলা বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘এনডিএফ বিডি রংপুর জেলা বিতর্ক কর্মশালা ২০২১’।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই) অডিটোরিয়ামেএ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে রংপুর বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও মাদরাসা পর্যায়ের প্রায় ২৫০ জন বিতার্কিক অংশগ্রহণ করেন।
সারাদিন ব্যাপী বিতর্কের এই আয়োজনে প্রদর্শনী রম্য বিতর্কের আয়োজন ছিল। এই বিতর্কের বিষয়, ‘ভার্চুয়াল পৃথিবীতে প্রেমের আবেগ শেষের পথে’ এর পক্ষে এনডিএফ বিডি ঢাকা মহানগর দলের বিতার্কিক নোওয়ার পাপিয়া, রানা সরকার, তাহমিনা ইসলাম তিথী এবং এর বিপক্ষে এনডিএফবিডি রংপুর জোনের ইসরাত জাহান টুম্পা, শ্যামল সিদ্দীক ও শামীম আহমেদ অংশগ্রহণ করেন।
এর পাশাপাশি বিতার্কিকরা সনাতনী বিতর্কেও অংশগ্রহণ করেন। এই বিতর্কের পক্ষ দলে অংশগ্রহণ করে-রংপুর জিলা স্কুলের বিতার্কিক মো. কামরুজ্জামান মাসুম, পিযুষ সরকার তীর্থ ও মো. মাহতাবুল ইসলাম এবং বিপক্ষ দল হিসেবে অংশগ্রহণ করেন-রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক আরবি বিসমি সাবা, উম্মে সুবাহ্ সাবরিন এবং মারজান মেহবুবা স্বর্ণ। এই বিতর্কের বিষয় ছিল, ‘অতিরিক্ত ফেসবুকিং কোমলমতি শিক্ষার্থীদের পাঠবিমুখ করছে’। বিতর্কে সেরা বিতার্কিক হন মারজান মেহবুবা স্বর্ণ ও চ্যাম্পিয়ন হয় বিপক্ষ দল রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় পক্ষ দল রংপুর জিলা স্কুল।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-রংপুর চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এনডিএফ বিডি রংপুর এর লিডারশিপ ডেভেলপমেন্ট এন্ড জোন প্রধান লায়ন মো. আজহারুল ইসলাম দুলাল।
এতে সভাপতিত্ব করেন এনডিএফ বিডি এর সম্মানিত সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু অ্যাওয়ার্ডপ্রাপ্ত দেশ সেরা বিতার্কিক এ কে এম শোয়েব।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এনডিএফ বিডি এর সভাপতি এ কে এম শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এনডিএফ বিডি কেন্দ্রীয় কমিটির জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি মনিরুজ্জামান মুন এবং এনডিএফ বিডির অ্যাডভাইজর টু দি চেয়ারম্যান মো. শিয়াবুজ্জামান চঞ্চল।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ বিডি রংপুর জোন এর জেলা প্রধান এবং রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহিনা সুলতানা।
অনু্ষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-এনডিএফ বিডি কেন্দ্রীয় কমিটির জাহিদুল ইসলাম শিহাব, মেহেদী হাসান মারুফ, অমরিশ মোহন্ত, নিয়াজ খালিদ, বিলায়েত হোসেন, নিয়াজ খালিদ, শাফাআত স্বচ্ছ, জিনাত মালিয়াত সীমা, তুলি এবং রংপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাবের বিতার্কিক রুহান, প্রাপ্য, মাহিন ও তাওসিফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট কৃষি সাংবাদিক ও এনডিএফ বিডি এর অ্যাডভাইজর টু দি চেয়ারম্যান কৃষিবিদ ফিরোজ কবির ।
বর্ণাঢ্য এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল আই, দৈনিক ইত্তেফাক, দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও সারাবাংলা ডট নেট।
AI in Education, AI in Teaching: Revolutionizing Learning
Artificial Intelligence (AI) is changing many fields. Education and teaching are no exceptions. ...

-
বারোয়ারী বিতর্ক °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° বিতর্কের সবচেয়ে শিল্পিত ধারার নাম বারোয়ারী বিতর্ক। এ বিতর্কে পক্ষ-বিপক্ষ থাক...
-
Use of Brisk Teaching: An AI Teaching Tool for Smart Teachers Brisk stays by your side anywhere online, ready to help. Get help with c...
-
বিতর্ক চর্চার জন্য প্রয়োজনীয় কিছু বই বিতর্কঃ সঠিক তথ্য-তত্ব ও যুক্তি সজ্জিত নিপুন বাক্য প্রক্ষেপনের মাধ্যমে শ্রোতামণ্ডালীর কাছে সক্রিয় ...