শনিবার, ১১ মে, ২০২৪

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এ কারমাইকেল কলেজ রংপুর এর জয় লাভ

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ এ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয় লাভ করেছে কারমাইকেল কলেজ রংপুর। কারমাইকেল কলেজের এই বিতর্ক টিমের প্রতিপক্ষ ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামসুজ্জোহা হল। শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করে কারমাইকেল কলেজ এর জয় লালা।

দলের সদস্যরা হল- জয় লালা (দলনেতা), ১ম বক্তা- মারুফা মেহনাজ মৌরিন, ৩য় বক্তা-জান্নাতুল ফেরদ অনন্যা,অ‌তি‌রিক্ত বক্তা- উ‌ম্মে জান্নাত মিশু, ব‌হ্নি শিখা রায় পূজা, আব্দুল ওয়া‌জেদ সরকার, ওসমান গণী।



1 টি মন্তব্য:

Thank you for your comment.

AI in Education, AI in Teaching: Revolutionizing Learning

Artificial Intelligence (AI) is changing many fields. Education and teaching are no exceptions. ...